‘মাঘ মাসি শীতের মতন ঠান্ডা নাগেছে’
দুই দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর তিন দিন ধরে রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জে বেড়েছে শীত ও কুয়াশার তীব্রতা। দিনের বেশির ভাগ সময় পথ-ঘাট-মাঠ কুয়াশাচ্ছন্ন থাকছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দরিদ্র দিনমজুর পরিবারগুলো পড়েছে বিপাকে। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীদের ভিড়।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারাগঞ্জ ও বদরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের তীব্রতার কারণে হাটবাজারে মানুষের উপস্থিতি কম। গ্রামের মোড়ে, বাড়ির উঠানে খড়কুটায় আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন অনেকে।