![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/12/11/0ba7d5913ef3a2215bcefee01576dde3-6576dcb9f258f.jpg)
মগবাজারের পর মহাখালী ফ্লাইওভারেও চিত্রাঙ্কন
মৌচাক-মগবাজারের পর মহাখালী ফ্লাইওভারেও করা হয়েছে চিত্রাঙ্কন। মূলত পোস্টার লাগানো ঠেকাতেই ঢাকার ফ্লাইওভারের পিলারে চিত্রাঙ্কন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ সোমবার রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে (রাওয়া ক্লাবের সামনে) করা চিত্রাঙ্কন কাজ পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র।
মেয়র আতিকুল ইসলাম বলেন, মগবাজার ফ্লাইওভারের মতো মহাখালী ফ্লাইওভারেও বিভিন্ন দৃষ্টিনন্দন চিত্রাঙ্কন মাধ্যমে সাজানো হয়েছে। এরই মধ্যে কয়েকটি পিলারের অংশের কাজ শেষ হয়েছে। শহরকে সুন্দর ও আকর্ষণীয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পিলারে আঁকা এসব চিত্রকর্মের মাধ্যমে কিছু ‘শিক্ষণীয়’ বার্তাও দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে’ হর্ন বাজানো নিষেধ’, ’ শহরটাকে ভালোবাসি’, ’ দেশটাকে ভালোবাসি’, ’ গাছ লাগাই পরিবেশ বাঁচাই’সহ নানা স্লোগান। যাতে মানুষ পরিবেশ সুরক্ষায় সচেতন হয়। পাশাপাশি ফ্লাইওভারের বিভিন্ন পিলারে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। যাতে কেউ এসব চিত্রকর্ম নষ্ট করতে না পারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফ্লাইওভার
- চিত্রাঙ্কন