বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রয়োজন যুগোপযোগী শিখন পদ্ধতি
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষ গ্র্যাজুয়েট তৈরির বিকল্প নেই। গতানুগতিক শিক্ষাব্যবস্থায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হয়; কিন্তু দ্রুত পরিবর্তিত পৃথিবীর শ্রমবাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে যেসব দক্ষতা অর্জন করা দরকার, পুরোনো শিক্ষাব্যবস্থা সে ধরনের দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে ব্যর্থ হচ্ছে।
ফলে লাখ লাখ উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েট এখন বেকার। আরও লাখ লাখ শিক্ষিত গ্র্যাজুয়েট বেকার না হলেও, এমন কর্মের সঙ্গে যুক্ত যাতে তাদের অর্জিত শিক্ষার কোনো প্রয়োগ নেই বললেই চলে। এসব শিক্ষিত; কিন্তু অদক্ষ গ্র্যাজুয়েট দেশ ও সমাজের জন্য প্রত্যাশিত অবদান রাখতে পারছে না। অথচ এসব গ্র্যাজুয়েট তৈরির পেছনে সরকার ও শিক্ষার্থীদের পরিবারকে ব্যয় করতে হয়েছে শত শত কোটি টাকা।
- ট্যাগ:
- মতামত
- চ্যালেঞ্জ মোকাবেলা
- শিক্ষা পদ্ধতি