দুর্ঘটনায় নিজে থেকেই জরুরি সেবায় কল দেবে টেসলার বৈদ্যুতিক গাড়ি
প্রতি বছর বড়দিন ছুটিকে কেন্দ্র করে নানা ধারনের চমক এবং নতুনত্ব নিয়ে হাজির হয় প্রযুক্তি কোম্পানিগুলো, নতুন ফিচারের পসরা নিয়ে আসা এই আয়োজনকে ডাকা হয় নাম হলিডে আপডেট নামে।
দুর্ঘটনা কবলিত টেসলা গাড়ি স্বয়ংক্রিয়ভাবে কল করবে ৯১১ নম্বরে। এ ধরনের বেশ কিছু বড় পরিবর্তনসহ আসছে সপ্তাহে ২০২৩ সালের হলিডে আপডেট প্রকাশ করবে ইলন মাস্কের টেসলা।
টেসলা গাড়িতে সম্ভাব্য নতুন ফিচারের মধ্যে রয়েছে অ্যাপল পডকাস্ট সাপোর্ট, রিয়ার-স্ক্রিন ব্লুটুথ হেডসেট সাপোর্ট, ৩ডি ভিজুয়ালসহ পার্ক অ্যাসিস্ট্যান্টের পরিমার্জিত একটি সংস্করণ এবং নতুন ব্লাইন্ড স্পট ইন্ডিকেটর্স।
অ্যাপল মিউজিকে যুক্ত হয়েছে অ্যাপল পডকাস্ট সাপোর্ট, যা গত বছর টেসলা গাড়িতে সংযোজিত হয়। এবার থেকে টেসলা গাড়ির মালিকরা তাদের অ্যাপল ডিভাইসগুলোতে পডকাস্টস যোগ করতে পারবেন – বলেছে ‘নট এ টেসলা অ্যাপ’ নামে এক সাইটের একটি প্রতিবেদনে।