‘আমার বয়স ইসরাইলের চেয়ে বেশি’ বলা দাদিমা স্নাইপারের গুলিতে নিহত

যুগান্তর গাজা প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ২২:৪০

গাজা যুদ্ধের শুরুতে ‘আমার বয়স ইসরাইল রাষ্ট্রের চেয়ে বেশি’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন এক ফিলিস্তিনি বৃদ্ধা হাদিয়া নাসার (৭৯)। 


ইসরাইল সৃষ্টির ৪ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সম্প্রতি ইসরাইলি স্নাইপারের সেনার গুলিতে নিহত হয়েছেন এই দাদিমা। হাদিয়া নাসারকে দেখা গিয়েছিল ফিলিস্তিনি ফটো সাংবাদিক সালেহ আল জাফরাভির করা একটি ভিডিওতে। 


৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হাদিয়া নাসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আল জাফরাভি। হাদিয়া নাসারের সদর দরজার বাইরে একজন ইসরাইলি স্নাইপার তাকে হত্যা করেছে বলে জানিয়েছেন তিনি। 


আল জাফরাভি লিখেছেন, ‘আপনি শহিদ হয়েছেন। আল্লাহ আপনার প্রতি রহম করুন। জান্নাতকে আপনার বিশ্রামের স্থান করুন।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও