যেসব নিয়ম মানলে অর্ধেকে নেমে আসবে বিদ্যুৎ বিল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ২০:১২

গরমে বিদ্যুৎ বিলের পরিমাণ যতটা বেশি আসে, সেই তুলনায় শীতে খানিকটা কম থাকে। কিন্তু শীতে বৈদ্যুতিক পাখা না চালিয়েও অনেক টাকা বিল আসছে? এমনটি হলে আপনাকে এমন কিছু টিপস মেনে চলতে হবে, যাতে আপনি এসি, ফ্রিজ ও অন্যান্য বৈদ্যুতিক গ্যাজেট চালালেও বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে।


সিএফএল বাল্ব


সাধারণ বাল্বের পরিবর্তে কম শক্তি বা পাওয়ারের বাল্ব ব্যবহার করুন। এতে বিদ্যুৎ খরচ কম হবে। আপনার মনে হতেই পারে, তাহলে কী ভাল আলো হবে না? একেবারেই তা নয়, কম পাওয়ারের আলো আপনার ঘরকে ভালোরকম আলো করে রাখবে। আপনি সিএফএল বা এলইডি লাইট ব্যবহার করে প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন।


ফ্রিজার ডিফ্রস্ট রাখুন


যদি আপনার ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমে থাকে, তবে এই বরফের কারণে ফ্রিজের ঠান্ডা হওয়ার ক্ষমতা কমে যায় ও এটি বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে। তাই, সবসময় ফ্রিজকে ডিফ্রোস্ট করে রাখুন এবং গরম খাবারকে একটু ঠাণ্ডা হওয়ার পরই ফ্রিজে রাখুন। এতে বিদ্যুৎ বিল কম খরচ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে