আধাবেলার শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২১ জন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:১৭

দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের মধ্যে থেকে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২১ জন, যাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থেই বেশি। আর আপিল আবেদন বাতিল হয়েছে ৬ জনের।


নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে প্রার্থীদের আপিল আবেদনের ওপর যে শুনানি নির্বাচন কমিশনে চলছে, তাতে এই রায় এসেছে।


প্রার্থীতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-৮ আসনের আবদুচ ছালামসহ আরও ১২ জন স্বতন্ত্র প্রার্থী। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে একজন। জাতীয় পার্টি থেকে তিন জন।


এছাড়া তৃণমূল বিএনপির এক প্রার্থীর প্রার্থিতাও ফিরে এসেছে আপিলে। বাংলাদেশ সুপ্রিম পার্টির দুই প্রার্থীর পক্ষে রায় এসেছে ইসির। এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট এবং জাকের পার্টির দুই প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসির এই শুনানিতে।


রোববার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শুরু হয়; যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।


এই ছয়দিন রোজ ১১০ জন করে প্রার্থীর আপিল শুনানি হবে ইসিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও