কুড়িগ্রামে তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াস, ডিসেম্বরের শেষে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

www.ajkerpatrika.com কুড়িগ্রাম প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:১৪

কুড়িগ্রামে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে ২০ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তাপমাত্রা আরও কমতে পারে। ২০ ডিসেম্বরের পর জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।’


আজ রোববার বেলা পৌনে ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। জেলায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আকস্মিক তাপমাত্রা কমায় কর্মজীবী মানুষ বিপাকে পড়েছেন। প্রয়োজন মেটাতে মানুষ শীতের কাপড় মুড়িয়ে বাইরে বের হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও