![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-12%252F60216843-bcb5-4083-bf0d-03659f8267af%252FGA5QdXMaQAAk5J_.jpg%3Frect%3D0%252C0%252C2400%252C1350%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
আমিরাতকে হারিয়ে জয়ে শুরু বাংলাদেশের
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৫
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
প্রথমে ব্যাট করে আশিকুর রহমানের অর্ধশতকে ভর করে বাংলাদেশ তোলে ২২৮ রান। যা তাড়া করতে নেমে ৪৭.৪ ওভারে ১৬৭ রানে থেমে যায় আমিরাতের ইনিংস।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দশম আসর শুরু হয়েছে গতকাল। আট দলের এই আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও স্বাগতিক আমিরাতের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও জাপান। আজ দুবাইয়ে আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আমিরাত।