কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পাগলা মসজিদে দুপুর পর্যন্ত ৪ কোটি টাকা গোনা হলো

৩ মাস ২০ দিন পর আবারও কিশোরগঞ্জের পাগলা মসজিদের নয়টি দানসিন্দুক খোলা হয়েছে। পাওয়া গেছে ২৩ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় সিন্দুক খুলে শুরু হয়েছে টাকা গণনার কাজ। বেলা দুইটা পর্যন্ত চার কোটি টাকা গোনা শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে পাগলা মসজিদ কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজের উপস্থিতিতে সকাল সাড়ে ৭টায় নয়টি দানসিন্দুক খুলে ২৩ বস্তায় প্রচুর টাকা পাওয়া গেছে। প্রথমে টাকাগুলো লোহার সিন্ধুক থেকে বস্তায় ভরা হয়। পরে মেঝেতে ঢালা হয়। এখন চলছে গণনার কাজ।

দানসিন্দুক খোলার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়াসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন