বাগদাদের মার্কিন দূতাবাসে মর্টারের ৭ গোলার আঘাত
ইরাকের রাজধানী বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের ভেতরে অবস্থিত মার্কিন দূতাবাসে চালানো হামলায় সাতটি মর্টার গোলা ব্যবহার করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, শুক্রবার ভোররাতে দূতাবাসটির কম্পাউন্ডে আনুমানিক সাতটি মর্টার রাউন্ড আঘাত হানে।
এটি গত কয়েক বছরের মধ্যে বাগদাদের মার্কিন দূতাবাসে চালানো সবচেয়ে বড় হামলা বলে ধারণা রয়টার্সের।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানিয়েছেন, এদিন ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীগুলোর অবস্থান লক্ষ্য করেও অন্তত পাঁচটি রকেট ও ড্রোন হামলা হয়েছে। সিরিয়ায় মার্কিন বাহিনীর পৃথক ঘাঁটিগুলোতে তিনটি ও ইরাকে বাগদাদের পশ্চিমে আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে দুইবার হামলা হয়েছে।