এ বছর রেকর্ড ৫২.৫ শতাংশ ডিম ছেড়েছে মা ইলিশ: গবেষণা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ১৫:০২
চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদ-নদীতে এই বছর রেকর্ড ৫২ দশমিক ৫ শতাংশ ডিম ছেড়েছে মা ইলিশ। যা গত বছরের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি।
অভয়াশ্রম পরবর্তী গবেষণায় এমনই চিত্র ধরা পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান।
তিনি বলেন, অভয়াশ্রমে এ বছর রেকর্ড ৫২ দশমিক ৫ শতাংশ ইলিশ ডিম ছেড়েছে। গত বছর যা ছিল ৫২ শতাংশ। কিছু অসাধু জেলের ইলিশ নিধন সত্ত্বেও প্রচুর পরিমাণে মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে।
আনিসুর রহমান বলেন, সারা বছরই কম বেশি ডিম ছাড়ায় কিছু ইলিশের পেটে এখনো ডিম পাওয়া যাচ্ছে। নদীতে ছাড়া মা ইলিশের এই ডিমের ১০ ভাগ টিকানো গেলেও আগামী মৌসুমে নতুন করে অন্তত ৪০ হাজার কোটি জাটকা জন্ম নিবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মাছের ডিম
- মাছ উৎপাদন
- মা ইলিশ