You have reached your daily news limit

Please log in to continue


আইফোনের ডিসপ্লেতে আসছে নতুন চমক

মার্কিন কোম্পানি প্রযুক্তি জায়ান্ট অ্যাপল নতুন আইফোন মডেলের ডিসপ্লে থেকে সেলফি ক্যামেরা এবং ফেস আইডি সেন্সর সরিয়ে দিতে যাচ্ছে। সেক্ষেত্রে আন্ডার ডিসপ্লে ক্যামেরা (ইউডিসি) নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়ার কারিগরি সংস্থা এলজি কাজ শুরু করে দিয়েছে ‘আন্ডার প্যানেল ক্যামেরা’(ইউপিসি) নিয়ে। এই ধরনের ক্যামেরা স্মার্টফোনের ডিসপ্লের কাটআউট রাখে না। ফলে ব্যবহারকারী যখন গেম খেলবে বা ভিডিও দেখবে, তার অসুবিধা হয় হবে না।

ধারণা করা হচ্ছে,অ্যাপেলও তার ভবিষ্যৎ মডেলগুলোতে ক্যামেরা এবং ফেস আইডির জন্য ডিসপ্লের নিচে রাখা সেন্সর রাখবে। ডায়নামিক আইল্যান্ড ডিসপ্লে কাটআউট আর রাখবে না। কোরিয়ার এক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, এলজি ইনোটেক কাজ করছে ইউডিসি সিস্টেম নিয়ে। এই প্রযুক্তি সফল হলে কম আলোতেও অনেক ভালো ছবি তোলা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন