জরায়ুতে সমস্যা কীভাবে বুঝবেন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫৬
জরায়ু ভালো রাখতে শিশুকাল থেকে মেনোপজের পরে পর্যন্ত প্রতিটি ধাপে যত্ন প্রয়োজন। নারীদের জীবনে এর সমস্যা খুব সাধারণ এবং চিরন্তন ঘটনা। জরায়ু সমস্যার লক্ষণগুলো জানা থাকলে সতর্ক থাকা সম্ভব আগে থেকেই।
লক্ষণ
» তলপেটে ব্যথা
» অনেক সময় তলপেটে ব্যথার সঙ্গে জ্বর হতে পারে
» অস্বাভাবিক বা দুর্গন্ধযুক্ত সাদাস্রাব
» মাসিকের সময় তীব্র ব্যথা
» মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ
» অনিয়মিত মাসিক
» তলপেট ভারী অনুভূত হওয়া
» সহবাসের সময় ব্যথা ও পরে রক্তপাত হওয়া
» নিম্নাঙ্গে চাপ অনুভব করা
» ঘন ঘন প্রস্রাব হওয়া
» পেট ফুলে যাওয়া বা চাকা অনুভূত হওয়া
» বমিভাব বা ক্ষুধামান্দ্য ও বদহজম
» ওজন অতিরিক্ত বৃদ্ধি বা হ্রাস পাওয়া
» মেনোপজের পরে রক্তক্ষরণ
» অতিরিক্ত ক্লান্তিবোধ
- ট্যাগ:
- স্বাস্থ্য
- রোগের লক্ষণ
- জরায়ু