![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-12%2Fde5aea26-f63c-481d-9d6d-ee8467011845%2Fmymensing_deadbody_081223.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
ফরিদপুরে সেতুর নিচে মিলল কলেজ শিক্ষার্থীর মরদেহ
ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় সেতুর নিচ থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম।
নিহত সৌরভ মালো (২১) ফরিদপুরের নগরকান্দা উপজেলার মাঝিকান্দি গ্রামের স্বপন মালোর ছেলে। তিনি নগরকান্দা মহাবিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি তিনি জেলা শহরের হাজী শরিয়তুল্লাহ মাছ বাজারের আড়তে পার্টটাইম মহুরির কাজ করতেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষার্থীর মরদেহ উদ্ধার