কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আলফা নারীদের নিয়ে পুরুষেরা কেন এত ভাবেন?

প্রথম আলো প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ১৪:১৭

আপনার সমবয়সী বান্ধবী হয়তো ভালো একটা বিয়ের জন্য কোনোভাবে পড়াশোনাটা শেষ করেছেন বা পড়াশোনা শেষ করেই কেবল আর্থিক দায় থেকে চাকরি নিয়ে বিয়ে করে সন্তান, সংসার সামলাচ্ছেন। আর আপনি তাঁদের একজন হয়েও এসবের ভেতরে ভরসাম্য করছেন। অথবা ভারসাম্য করে বা না করে কেবল পেশাজীবনকে অগ্রাধিকার দিচ্ছেন। লোকের পাঁচ কথা উপেক্ষা করে নারী হয়েও আত্মবিশ্বাস, স্বাধীনতাকে জীবনে অগ্রাধিকার দিয়ে নিজের সফলতার জন্য কাজ করে যাচ্ছেন। তবে আপনি একজন আলফা নারী। আলফা নারীরা উচ্চাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল, যুক্তিবাদী। নিজের ক্ষমতা–সীমাবদ্ধতা আর তিনি কী চান—এই দুই বিষয়ে স্পষ্ট জ্ঞান রাখেন। যেকোনো পরিস্থিতিতে সহজে মানিয়ে নেন। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে চিনবেন আলফা নারী।


সবসময় কোনো না কোনো লক্ষ্য কেন্দ্র করে জীবন যাপন করেন


আপনার জীবনের একটি নির্দিষ্ট মুখ্য উদ্দেশ্য রয়েছে, যা অর্জনের জন্য আপনি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন। আপনার সবকিছুই সেই উদ্দেশ্যকে ঘিরে। হতে পারে সেটা আপনার চাকরি, সম্পর্ক, সন্তান, সামাজিকতা অথবা পদাধিকার বা অন্য যেকোনো লক্ষ্য। আপনি সহজেই হাল ছেড়ে দেন না কিংবা কোনো ব্যর্থতা আপনাকে দমিয়ে রাখতে পারে না। বরং ব্যর্থতা আপনাকে নতুন শুরুর শক্তি যোগায়। সেসব ক্ষেত্রে আপনি ঝুঁকি নিতে ভয় পান না, সব চ্যালেঞ্জ গ্রহণ করেন হাসিমুখে। যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে, পরিবর্তনে ভয় না পাওয়ার সাহসও আপনি রাখেন। আপনার সাহস অদম্য!


উচ্চ মানসিক বুদ্ধিমত্তাসম্পন্ন


আপনি আপনার আবেগকে চিনতে, বুঝতে, নিয়ন্ত্রণ করতে পারেন। জানেন যে কোথায় কতটুকু আবেগ প্রকাশ করা যায়, কিংবা কখন আবেগকে প্রশ্রয় দিতে নেই। খুব সহজে মানুষ চিনতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহজেই অন্যদের প্রভাবিত করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও