![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-12%252F36bf20da-a6e3-4e36-98f9-80e4e225dfa3%252FSylhet_DH0486_20231208_Sylhet_gold_3.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26dpr%3D1.0%26format%3Dwebp%26w%3D640)
দুবাই থেকে সিলেটে আসা ফ্লাইটে বিপুল সোনা, জড়িত ৪ যাত্রী
সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনা জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস। আজ শুক্রবার সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে ও উড়োজাহাজের টয়লেট থেকে ৩২ কেজির বেশি সোনা উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে গোপন সংবাদ পেয়ে বিমানে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়। যাঁদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়, তাঁরা ঢাকাগামী যাত্রী ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যাত্রী আটক
- স্বর্ণ জব্দ