কমছে বৃষ্টি, বাড়বে শীত

বার্তা২৪ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪১

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশব্যাপী চলা বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা কমে শীত বাড়ার কথাও জানিয়েছে সংস্থাটি।


ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল থেকে কমে আসতে শুরু করেছে বৃষ্টি।


আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি বন্ধ হওয়ার পর তাপমাত্রা কমতে থাকবে। দু-এক দিনের মধ্যে কেটে যাবে মেঘ। নামবে শীত। আজ (শুক্রবার) সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলেও জানানো হয়। এ ছাড়া আজ মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকাসহ উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও