
এক পক্ষের দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি চলছে: বাংলাদেশ জাসদ
প্রথম আলো
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ২০:৩১
নির্বাচনে এক পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন ভাগাভাগির কাজ চলছে, এই বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া। তিনি বলেছেন, দেশে এখন গণতন্ত্রের সংকট স্পষ্ট।
আজ বুধবার ঢাকার তোপখানা রোডে এক সমাবেশে এ কথা বলেন শরীফ নূরুল আম্বিয়া। স্বৈরশাসক এরশাদের পতন দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাসদ। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।