![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-12%2F36966c36-8572-4b27-a6a1-b5cbff2979f9%2Fcoxsbazar_express_011223_02.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
১ জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার পথে আরেকটি ট্রেন
পর্যটকদের চাহিদা সামাল দিতে নতুন বছরের প্রথমদিন থেকে ঢাকা-কক্সবাজার পথে আরেকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেলভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ঢাকা থেকে সকাল সোয়া ৬টায় ছেড়ে ট্রেনটি কক্সবাজার পৌঁছবে বিকাল ৩টায়। রাত ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে ট্রেনটি ঢাকা পৌঁছাবে ভোর সাড়ে চারটায়।
“'আমরা ট্রেনের বেশ কয়েকটি প্রস্তাবিত নামসহ প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠাব এবং প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন ট্রেন চালু করব।”