প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তত্ত্বাবধানে তিন অতিরিক্ত সচিব
প্রথম আলো
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:০২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা ৮ ডিসেম্বর (আগামী শুক্রবার) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন বিভাগে পরীক্ষা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন তিনজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’–এর লিখিত পরীক্ষা ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১৮টি জেলায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিভাগভিত্তিক সার্বিক সমন্বয় করবেন তিনজন কর্মকর্তা।