মেসেঞ্জার-ইনস্টাগ্রামে ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং সার্ভিস বন্ধ করবে মেটা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ১৫:১২
শিগগিরই মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং সার্ভিস বন্ধ করবে মেটা। ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং হলো—এমন একটি সেবা যেখানে মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা মেসেঞ্জার ব্যবহার করেই ইনস্টাগ্রামে না গিয়েও সেখানে আসা মেসেজ আদানপ্রদান করতে পারতেন। এ সিদ্ধান্ত কার্যকর হলে ফেসবুক ও মেসেঞ্জারের গ্রাহকেরা এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ম্যাসেজিং করতে পারবে না। গত তিন বছর ধরে এই সুবিধা দেওয়া পর চলতি ডিসেম্বরের মাঝামাঝি সেবাটি বন্ধ করার ঘোষণা দিয়েছে মেটা।
এই সিদ্ধান্ত নেওয়ার কোনো স্পষ্ট কারণ মেটার পক্ষ থেকে জানানো হয়নি। এই বছরের শেষ দিকে মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা নিয়ে আসবে মেটা। তাই ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং সেবা বন্ধ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ৫ মাস আগে