ইসরায়েলি হামলায় লেবাননের সেনা নিহত, বিদ্যুৎহীন দুই শহর
লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি হামলায় অন্তত ১ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজা-সংকট শুরু হওয়ার পর এই প্রথম কোনো লেবাননের সেনা নিহত হলেন ইসরায়েলি হামলায়। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত তিনজন। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী লেবাননের সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া এই হামলায় লেবাননের দুই শহরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে লেবাননের সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ইসরায়েলের হামলা
- বিদ্যুৎহীন