‘আমি সেই যোদ্ধা, যে অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দিইনি’
অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা সম্প্রতি চলচ্চিত্রের চিত্রনাট্যকার পরিচয়ে দর্শকের সামনে এসেছেন। এর আগে প্রযোজক হিসেবেও তাঁর অভিষেক হয়। নানান পরিচয়ের বাইরে দেড় দশক আগে দেশের মানুষ তাঁকে গায়িকা হিসেবেও জানত। এরপর অভিনয় ব্যস্ততা তাঁর গানের পরিচয় আড়াল করে দেয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবার সেই পুরোনো পরিচয়ে ভক্তদের সামনে এলেন দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ে ব্যস্ত তিশা। প্রকাশিত হয়েছে নতুন গান। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার অটোবায়োগ্রাফি গানটি গতকাল সন্ধ্যায় চরকিতে মুক্তি পায়। এদিন সন্ধ্যায় যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন বললেন, দর্শক প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছেন।
অপরিকল্পিত পরিকল্পনা
নবীন দর্শকেরা হয়তো অনেকেই জানেন না ২৫ বছর আগের তিশাকে। একসময় যে তিশা ছিলেন সংগীতশিল্পী। ছোট্ট তিশা নতুন কুঁড়িতে গানের বিভিন্ন বিভাগে অংশ নেন। এর মধ্যে আধুনিক গান, ছড়াগান, দেশাত্মবোধক গান, নাচ, গল্প বলা—সব কটি বিভাগে চ্যাম্পিয়নও তিনি।
- ট্যাগ:
- বিনোদন
- চিত্রনাট্যকার
- নুসরাত ইমরোজ তিশা