নির্বাচন প্রতিহত করতে দুই ধাপে কর্মসূচির পরিকল্পনা বিএনপির
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন প্রতিহত করতে এবার আন্দোলন ‘ভিন্ন মাত্রায়’ নিতে চায় বিএনপি। নির্বাচন সামনে রেখে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে দুই ভাগে বিভক্ত করে পরিকল্পনা সাজিয়েছে দলটি। নির্বাচনী তপশিল ঘিরে নেওয়া হয়েছে এ কৌশল। আগামী ১৭ ডিসেম্বর তপশিল প্রত্যাহারের আগে প্রথম ধাপ এবং প্রত্যাহারের পরদিন ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ গত রোববার থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপের কর্মসূচি হবে ‘ডু অর ডাই কর্মসূচি’।
দলটির হাইকমান্ড মনে করছে, আন্দোলন সফল করতে জনমত পক্ষে রাখা, কূটনৈতিক তৎপরতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শেষ পর্যায়ে সমমনা সব দলকে এক মঞ্চে আনার চেষ্টাও করা হবে। ‘কিংস পার্টি’তে বিএনপি নেতাকর্মী টানার চেষ্টা ব্যর্থ হয়েছে। এতে আত্মবিশ্বাস বেড়েছে দলের নেতাকর্মীর। তাই এখন রাজপথের আন্দোলনে মনোযোগ তাদের।