সিডনির গোপন কুঠুরি ও উদ্‌যাপনের তথ্য ফাঁস করলেন ব্রেট লি

প্রথম আলো প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:১৭

প্রায় দেড় শ বছর ধরে টেস্ট ম্যাচ আয়োজন করে আসছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)। এ ভেন্যু স্বাভাবিকভাবেই ঐতিহ্যবাহী, স্মৃতিবিজড়িত। এ মাঠেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন স্টিভ ওয়াহ, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রার মতো অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা। বছরে নিজেদের প্রথম টেস্টটি এখানেই খেলে অস্ট্রেলিয়া। সেই এসসিজির গোপন একটি ঐতিহ্যের কথা এবার জানালেন ব্রেট লি।


এই মাঠে একটি গোপন কুঠুরির কথা বলেছেন অস্ট্রেলিয়ার হয়ে ৭৬টি টেস্ট খেলে ৩১০ উইকেট নেওয়া ইতিহাসের অন্যতম গতিময় বোলার লি। এই কুঠুরিতে ম্যাচ জয়ের উদ্‌যাপন হয়ে থাকে লোকচক্ষুর আড়ালে এবং সেটি হয়ে আসছে গত শতাব্দীর মাঝামাঝি থেকেই।


হ্যালো স্পোর্ট পডকাস্টে কথা বলার সময় গোপন এ কুঠুরির তথ্য ফাঁস করেছেন লি, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, অনেকেই এটি জানেন না, আমি ভেতরের কথা বলে ফেলছি। একটা “অভ্যন্তরীণ পবিত্র স্থান” আছে, যেখানে আমরা স্বস্তি বোধ করি, যেখানে কোনো সাংবাদিক থাকেন না, যেখানে আমরা নির্ভার থেকে খোলামেলা কথা বলতে পারি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও