আমরা কি নিজেদের ভালো চাইব না
দেশজুড়ে এ মুহূর্তে যে অবস্থা চলছে, তাতে এর বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। একটা নির্বাচন সামনে, যে নির্বাচন আমরা নিজেদের ভালোটা চাইলে প্রকৃত উৎসবমুখর হতো, অবরোধ-হরতাল থাকত না, হানাহানি ও সংঘাতের পরিবর্তে থাকত সম্প্রীতি ও সৌহার্দ্য এবং মানুষ মুক্তভাবে ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারত।
দেশের দুটি প্রধান রাজনৈতিক দল ক্রমেই এবং দৃশ্যমানভাবেই পরস্পরের বিরুদ্ধে এমন এক অনমনীয় অবস্থানে চলে যাচ্ছে যে তাদের মধ্যে সংলাপ দূরে থাকুক, সৌজন্য বিনিময়ও যেন আর সম্ভব নয়। তাদের ভেতর আদর্শগতভাবে বিস্তর পার্থক্য, সেটি আমরা জানি।
মুক্তিযুদ্ধের সময় যে আদর্শ আমাদের অনুপ্রাণিত করেছিল, সেই আদর্শের প্রশ্নে বা সার্বিকভাবে, মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিত এবং নব্য উপনিবেশী পাকিস্তানি শাসনের আড়াই দশকের রাজনীতি, সংগ্রাম ও তার নেতৃত্ব এবং একাত্তরের যুদ্ধ ও বিজয়ের প্রশ্নেও দুটি দলের দৃষ্টিভঙ্গি ভিন্ন।