কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অন্ধ্রে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় মিগযাউম, চেন্নাইয়ে ৮ মৃত্যু

বিডি নিউজ ২৪ অন্ধ্রপ্রদেশ প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫

বঙ্গোপসাগরের ওপর ঘুরপাক খেতে থাকা ঘূর্ণিঝড় মিগযাউম আর কিছুক্ষণের মধ্যেই ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল দিয়ে স্থলে উঠে আসবে। ঘূর্ণিঝড়টির প্রভাবে চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হয়েছে, এখানে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে।


ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতিতে অন্ধ্র প্রদেশ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।


মিগযাউম একটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে মঙ্গলবার অন্ধ্রের বাপালা ও কৃষ্ণা জেলার ওপর দিয়ে স্থলে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে এটি উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় বাতাসের বেগ দমকা হাওয়া আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

অন্ধ্র প্রদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলের নিচু এলাকাগুলো এক থেকে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাসে ডুবে যেতে পারে। রাজ্যটির সরকার বাপালা ও কৃষ্ণাসহ আটটি জেলায় সতর্কতা জারি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও