গুরুত্বপূর্ণ সড়ক আটকে দিল বল্‌গাহরিণের পাল, যান চলাচল বন্ধ

www.ajkerpatrika.com যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:৪৬

রাস্তা শুধু যানবাহনের দখলে থাকবে তা কি হয়? কখনো কখনো হরিণ কিংবা অন্য কোনো প্রাণীরও সাধ জাগতে পারে রাস্তায় ঘোরাফেরা করে কিছুটা সময় কাটাতে। ইংল্যান্ডের সাফোকের গুরুত্বপূর্ণ এক সড়কের দখল যেমন নিয়ে নিয়েছিল বল্‌গাহরিণের এক পাল। এতে ওই রাস্তায় যানবাহন চলাচলই বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য এগুলো রাস্তা থেকে সরে পড়ে। তাতেই আবার স্বাভাবিক হয় যান চলাচল। 


সাফোকের এ১১ একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের বার্টন মিলসের পাশের অংশে রোববার ৩টা ২০ মিনিটের দিকে ডেকে আনা হয় পুলিশ সদস্যদের। কারণ রাস্তার আসা-যাওয়ার দুটি পথেই মহানন্দে ঘোরাফেরা করছিল বল্‌গাহরিণের পাল। বাধ্য হয়ে এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পুলিশ সদস্যরা। 


ন্যাশনাল হাইওয়ে ইস্ট জানায়, রাস্তায় প্রচুর সংখ্যায় বন্য প্রাণী চলে আসায় কোনো যান চলাচল করতে পারছিল না। তারা আরও জানায়, পুলিশ সদস্যরা ‘প্রাণীগুলোকে ধরার চেষ্টা চালাচ্ছেন’। 


টুইটারে তাঁরা নিশ্চিত করে পুলিশ রাস্তাটির ‘এ ১১৩৪ থেকে এ ১১০১’ অংশের মাঝখানে দুই পাশের যান চলাচল বন্ধ করে দেয় । 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে