যে কারণে বেশিরভাগ পুরুষের কাছের বন্ধু কম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:৩৮

স্কুলে পাশে বসা ছেলেটি বা মাঠে খেলার সঙ্গী যে আজীবন বন্ধু থাকবে এমন কোনো কথা নেই।


বরং এগুলো হল জীবনের অভিজ্ঞতা। এদিকে গবেষণা বলছে গভীর ও অর্থপূর্ণ বন্ধুত্ব বড়বেলায় তৈরি করা সত্যি কঠিন।


‘সার্ভে সেন্টার অন আমেরিকান লাইফ’য়ের ২০২১ সালে করা জরিপের উদ্ধৃতি দিয়ে সিএনএন ডটকম জানায়, জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও কম পুরুষ জানিয়েছে তারা বন্ধুত্ব নিয়ে সন্তুষ্ট। আর ১০ জন নারীর মধ্যে চার জনের তুলনায় পুরুষদের প্রতি পাঁচজনের মধ্যে একজন জানিয়েছে যে, তিনি বিগত সপ্তাহে মানসিক সহায়তা পেয়েছেন বন্ধুর কাছ থেকে।


“পুরুষদের বন্ধুর সংখ্যা কমা শুরু হয় মধ্য বয়স থেকে। আর বয়স বৃদ্ধির সাথে এর পরিমাণ সম্পূর্ণ রূপে বাড়তে থাকে”- সিএনএন ডটকম’য়ের প্রতিবেদনে মন্তব্য করেন স্ট্যানফোর্ড ইউনিভার্সি’তে ‘বয়েজস সাইকোলজি ডেভেলপমেন্ট’ নিয়ে পাঠদান করা শিক্ষক ওয়াই-চুং চু।


তারপরও যারা থেকে যায় তাদের মধ্যে নারীদের তুলনায় মানসিক আন্তরিকতা খুবই কম থাকে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও