বাড়তি দরের রেমিটেন্সে ডলারের সংকট মেটাচ্ছে ব্যাংক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৭
ক্রমেই বাড়তে থাকা ডলারের দর ১০ দিনের ব্যবধানে দুই বারে ৭৫ পয়সা কমানোতে মুদ্রাবাজারে কিছুটা স্বস্তি আসবে বলে যে দাবি করা হয়েছিল, সেটি পুরোপুরি হয়নি। এখনও গ্রাহক চাহিদা অনুযায়ী ডলার মিলছে না বলে বাড়তি দরেই রেমিটেন্স আনছে ব্যাংকগুলো।
বাণিজ্যিক ব্যাংকগুলো বলছে, নির্ধারিত দর অনুযায়ী রেমিটেন্স পাচ্ছে না তারা। যে কারণে বাড়তি দরে কিনতে হচ্ছে। আন্তঃব্যাংকে ঘোষিত যে দর রয়েছে সে দরে বেশির ভাগ ক্ষেত্রেই প্রধান এ মুদ্রা বিক্রি করছে না কেউ; খোলাবাজারে দাম আরও বেশি, যদিও সেখানে উত্তাপ আগের চেয়ে কিছুটা কমেছে।
বেশি দরে ডলার কিনতে হচ্ছে বলে আমদানিকারকদের কাছ থেকেও ব্যাংকগুওলোকে দর বেশি নিচ্ছে।