যেসব বাদামে প্রোটিন বেশি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ২২:২৫
স্বাস্থ্যকর নাস্তা অথবা খাবারের তালিকায় প্রোটিনের মাত্রা বাড়াতে বাদাম বাছাই করা বুদ্ধিমানের কাজ।
প্রোটিনের পাশাপাশি এতে আছে নানান পুষ্টি উপাদান।
ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে লস অ্যাঞ্জেলেস’য়ের নিবন্ধিত পুষ্টিবিদ এবং ক্রীড়া খাদ্য পরিকল্পক ডেসটিনি মুডি এই বিষয়ে বলেন, “উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে বাদাম সেরা। এতে আরও রয়েছে ভিটামিন, খনিজ ও আঁশ। এছাড়া খাবার তালিকায় বাদাম যোগ করা বিভিন্ন পুষ্টি সরবরাহ করে। পাশাপাশি পেট ভরা রাখে এবং ওজন নিয়ন্ত্রণের সহায়তা করে।”
শারীরিকভাবে সক্রিয় থাকলে অথবা দৈহিক পরিশ্রমের কাজ করলে বা চর্বিহীন পেশি গঠন করতে চাইলে বাদাম ভিত্তিক প্রোটিন বাছাই করা প্রয়োজন।