কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর নির্বাচনী প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত’

সমকাল প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী প্রচারণা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন মহাপরিচালক ও বিকল্প মুখপাত্র রফিকুল আলম।


রোববার মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট-১ এবং প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রাজশাহী-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় নির্বাচন করছেন। আচরণবিধি অনুযায়ী, মন্ত্রী-এমপিরা প্রার্থী হওয়ার পর সরকারি সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচাররণা চালাতে পারবেন না।


এমন প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্বাচন কেন্দ্রিক আগাম প্রচারণার যেসব সংবাদ পাঠানো হচ্ছে, তা মন্ত্রণালয় স্বপ্রণোদিত হয়ে দিচ্ছে, নাকি মন্ত্রী-প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা রয়েছে- এমন প্রশ্নের উত্তরে রফিকুল আলম বলেন, তথ্য দেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও