![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-12%252F3a5fa6cf-87e7-4454-9fd1-4697fc610a96%252F398310839_289044380233716_8710739373091244878_n.jpg%3Frect%3D0%252C0%252C725%252C408%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
লাইফ সাপোর্টে ‘সিআইডি’ ধারাবাহিকের ফ্রেডি
হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ অভিনেতা দীনেশ ফাডনিশ। এ অভিনেতা সিআইডি ধারাবাহিকে ‘ইন্সপেক্টর ফ্রেডরিক্স’ তথা ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। সিআইডি ছাড়াও দীনেশ আমির খানের ‘সরফারাশ’ এবং হৃতিক রোশনের ‘সুপার৩০’-তে অভিনয় করেছেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, অভিনেতা দীনেশের অবস্থা সংকটাপন্ন। তিনি কোমায় আছেন।
গত শুক্রবার হঠাৎ গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হন দীনেশ ফাডনিশ। দ্রুত তাঁকে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। প্রথম দিন, অর্থাৎ শুক্রবার রাতের তুলনায় অভিনেতার শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
দীনেশ ফাডনিশ ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইডিতে ফ্রেডি চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। ৯০-এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর মধ্যে একটি ছিল সিআইডি।