You have reached your daily news limit

Please log in to continue


কোহলিকে নিয়েই কি আমের পোস্ট দেওয়া, কী বলছেন আফগান পেসার

২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হয়েছে ৬ মাস পেরিয়ে গেছে। দরজায় কড়া নাড়ছে আরও এক আইপিএল। তবু নাভিন উল হক থাকলেই পুরোনো টুর্নামেন্টের প্রসঙ্গ (২০২৩ আইপিএল) চলে আসে আপনা আপনি। আফগান পেসারের সঙ্গে জড়িয়ে রয়েছেন বিরাট কোহলিও। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে ২০২৩ আইপিএলে খেলেছেন কোহলি। নাভিন খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে ১ মে আরসিবি-লক্ষ্ণৌ ম্যাচে কথা কাটাকাটিতে জড়ান নাভিন ও কোহলি। এরপর ৯ মে ওয়াংখেড়েতে হয়েছিল আরসিবি-মুম্বাই ম্যাচ। সেই ম্যাচ টিভিতে দেখছিলেন আর আম খাচ্ছিলেন নাভিন। ইনস্টাগ্রাম স্টোরিতে আফগান এই পেসার তখন লেখেন, ‘মিষ্টি আম।’ মুহূর্তেই তা ভাইরাল হলে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন এভাবে যে পোস্টটা হয়তো কোহলিকে উদ্দেশ্য করেই দেওয়া। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন