বিএনপির নবম দফার অবরোধ শুরু
নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ রোববার। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি শেষ হবে আগামী মঙ্গলবার সকাল ৬টায়। বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে। এদিকে গতকাল শনিবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
অবরোধের আগের রাতে রাজধানীর ফার্মগেট ও আজিমপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফার্মগেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। এ ছাড়া আগারগাঁও ও সায়েদাবাদ এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
অবরোধের সমর্থনে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছেন বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সহযোগীরা। এদিন সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মশাল মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিল শেষে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।