ভারতের সব বিশ্ববিদ্যালয়ে ‘মোদী সেলফি বুথ’ বানানোর নির্দেশ
ভারতে সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে সেলফি বুথ বানানোর নির্দেশনা দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ওই বুথে দাঁড়িয়ে মোদীর সেসব ছবির সামনে সেলফি তুলতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করতে শিক্ষক-শিক্ষার্থী-দর্শনার্থীদের উৎসাহিত করতে হবে।
শুক্রবার (১ নভেম্বর) কমিশনের পক্ষ থেকে উপাচার্য-অধ্যক্ষদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর ভারতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে এমন নির্দেশনা দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে