নারায়ণগঞ্জের বন্দরে বরথালায় ১০০ কেজি ওজনের আস্ত গরু দিয়ে আলোচনায় কনের বাবা। শনিবার (২ ডিসেম্বর) বন্দর বাজারের একটি কমিউনিটি সেন্টারে বিশেষ এ বিয়ের আয়োজন করা হয়।
মেয়ের বিয়েতে স্থানীয় মাহাবুব হাসান ডিউক কয়েক হাজার আত্মীয়-স্বজনকে দাওয়াত দেন। আস্ত গরুর বরথালার পাশাপাশি অতিথিদের পোলাও, কোর্মা, রেজেলা, মুরগির রোস্টসহ নানা মুখরোচক খাবারের আয়োজন করা হয়।