‘এটা বড় ধরনের কোনো ভূমিকম্পের পূর্বাভাস নয়’
বাংলাদেশের অভ্যন্তরে সাম্প্রতিক সময়ে হওয়া ভূমিকম্পগুলো বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস নয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেন্ট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান।
সর্বশেষ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের কেন্দ্র ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ অঞ্চলে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুসারে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।