You have reached your daily news limit

Please log in to continue


সংগ্রহশালায় নজরুলের 'জগৎতারিণী’ ‘পদ্মভূষণ' পদক আসল নয়!

জন্মস্থান চুরুলিয়ার সংগ্রহশালায় রাখা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'জগৎতারিণী’ ও ‘পদ্মভূষণ' পদক দুইটি আসল নয় বলে অভিযোগ এসেছে তার পরিবারের পক্ষ থেকে।

সংগ্রহশালা থেকে আসল পদক দুটি নিয়ে সেখানে সেগুলোর রেপ্লিকা রাখা হয়েছে বলে জানিয়েছেন কবির ভাতিজা কাজী রেজাউল করিম এবং তার মেয়ে সোনালি কাজী।

নজরুলের পরিবারের এই দুই সদস্যের দাবি, দুই দশক আগে 'জগৎতারিণী' ও 'পদ্মভূষণ' পদক দুটি কবির প্রয়াত পুত্রবধূ কল্যাণী কাজী এসে সংগ্রশালা থেকে নিয়ে গেছেন।

তাদের অভিযোগ, আসল পদক নিয়ে তারা (কল্যাণী কাজীর পরিবার) সংগ্রহশালায় দুটি 'রেপ্লিকা বসিয়ে দিয়ে গিয়েছেন'। পদক দুটি কল্যাণী কাজীর পরিবারের কাছেই আছে বলেও জানান তারা।

কবির ‘কারার ঐ লৌহকপাট’ গানের সুর বিকৃত করা নিয়ে বিতর্ক-সমালোচনার মধ্যে তার পদক নিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন