কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্লুটুথ প্রযুক্তিতে নিরাপত্তাত্রুটি

প্রথম আলো প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪

স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ঘড়ি, ইয়ারবাডস, স্পিকার প্রভৃতি তারহীন যন্ত্র একে অপরের সঙ্গে যুক্ত করার জন্য ব্লুটুথ ব্যবহার করেন অনেকেই। তবে সম্প্রতি এক গবেষণায় ব্লুটুথ প্রযুক্তিতে নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছেন গবেষকেরা। প্রায় এক দশক সময় ধরে ব্লুটুথ প্রযুক্তিতে এই নিরাপত্তাত্রুটি রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।


গবেষণার তথ্যমতে, ৪ দশমিক ২ থেকে ৫ দশমিক ৪ সংস্করণের ব্লুটুথ প্রযুক্তিতে নিরাপত্তাত্রুটি পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে ব্লুটথ চালু থাকা যন্ত্রের সিগন্যাল কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রে প্রবেশ করে সেগুলো নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। এমনকি অ্যাপলের তারহীন ফাইল বিনিময়ের টুল এয়ারড্রপেও এই ত্রুটি পাওয়া গেছে। ২০১৪ সাল থেকে, অর্থাৎ প্রায় এক দশক সময় ধরে এ ত্রুটি অজানা ছিল। ফলে এ ত্রুটির কারণে সাইবার হামলার কবলে পড়া ব্যবহারকারীদের তথ্য জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও