‘মনে হয়েছে, এটা আমার জীবনের গল্প’

প্রথম আলো প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:২৯

মোস্তফা সরয়ার ফারুকী তাঁর বেশির ভাগ গল্পে সমাজে ছড়িয়ে থাকা চেনা গল্পের অন্য রকম একটা উপস্থাপন থাকে। এবারও যেন সেই পথেই হাঁটলেন। নিজের নতুন ছবি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে সেটার প্রতিফলন ঘটল। এত দিন ছবির গল্প লেখা ও পরিচালনা করার কাজে যুক্ত থাকলেও এবার তিনি এসেছেন নতুন রূপে, যা অনেকের জন্যই বড় চমক। তাই নির্মাতা ফারুকীর পাশাপাশি অভিনেতা ফারুকীও ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে।


গত বৃহস্পতিবার রাত আটটায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’-এর প্রথম সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। ফারুকী পরিচালিত ওয়েব ফিল্মটি মুক্তির আগে একটি বিশেষ প্রদর্শনী করা হয়। ঢাকার মহাখালীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে ছুটে এসেছিলেন বিনোদন অঙ্গনের অনেকে। পরিচালক, প্রযোজক যেমন ছিলেন, তেমনি ছিলেন বিভিন্ন প্রজন্মের অভিনয়শিল্পীরা। আফজাল হোসেন, চঞ্চল চৌধুরীরা যেমন ছিলেন, তেমনি ছিলেন সারিকা, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর প্রমুখ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও