মনোনয়নপত্র দাখিলের আগের রাতে দুই ঘণ্টা প্রার্থীকে থানায় রাখল পুলিশ
দিনাজপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করার আগের রাতে আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ ঘোষ ওরফে কাঞ্চনকে থানায় নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার ঘটনা ঘটেছে। নির্বাচনে প্রার্থী না হতে চাপ দিতেই গত বুধবার মধ্যরাতে তাঁকে বাসা থেকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আরেক স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজও মনোনয়নপত্র জমা না দিতে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দলীয় সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ ঘোষ ও রাশেদ পারভেজ রাজনৈতিক জীবনে বেশির ভাগ সময়ই হুইপ ইকবালুর রহিমের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। তবে গত চার বছরের বেশি সময় ধরে ইকবালুর রহিমের সঙ্গে তাঁদের দূরত্ব চলছে।