বাবা-ছেলেকে খুন, ৩০ বছর পর ধরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বিডি নিউজ ২৪ নারায়ণগঞ্জ প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৫

চাঁদাবাজি করতে গিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার পর দিয়েছিলেন গা ঢাকা, নাম-পরিচয় ছাড়াও পাল্টে ফেলেন পেশা, কিন্তু তাতেও মেলেনি রেহাই; তিন দশক পর ধরা পড়লেন র‌্যাবের জালে।


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বৃহস্পতিবার রাতে মো. আরিফ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব, ‍যিনি খুনের ওই মামলায় মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়েই এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন।


র‌্যাব বলছে, ঘটনাটি ১৯৯৩ সালের। ওই বছরের ১৩ জুলাই ঢাকার কেরানীগঞ্জের বরিশুর বাজারে মুদি দোকানে শরিফ ও তার ছেলে খোকনকে খুনের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করে।


পরে কেরানীগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় ১৯৯৪ সালের ২৬ অগাস্ট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়ে। এক দশক পর ২০০৪ সালের ২১ জুলাই আরিফসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। পরে রায়ের বিরুদ্ধে করা আবেদনে সব প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর ওই আদেশ বহাল রাখেন বিচারক।


মামলার অপর আসামিরা হলেন- শফিকুল ইসলাম, নজরুল ইসলাম নজু, মিস্টার ও মো. মাসুদ। এর মধ্যে শফিকুল ও নজরুল কারাগারে আছেন। বিচার চলাকালে মারা গেছেন মিস্টার। আর এখনও পলাতক রয়েছেন মাসুদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও