You have reached your daily news limit

Please log in to continue


আড়াই বছর পর প্রকাশ পেল আঁচল-অমির বিয়ের খবর

শোবিজের অনেকেই বিয়ের কাজটা গোপনে সারতে পছন্দ করেন। পরে সেই বিয়ের খবর প্রকাশ পেলে তা নিয়ে নানা ব্যাখ্যা দাঁড় করাতেও সময় নেন না। সেই তালিকায় এবার যোগ হলো চিত্রনায়িকা আঁচলের নাম। গতকাল দুপুরে ফেসবুকে নিজের বিয়ের জানান দিলেন এই নায়িকা। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি সংগীতশিল্পী সৈয়দ অমির সঙ্গে বিয়ে হয়েছে তাঁর।

অমির সঙ্গে আঁচলের বিয়ের গুঞ্জনটাও সেই সময় থেকে। তখন বিয়ের কথা অস্বীকার করলেও সম্পর্কের কথা জানিয়েছিলেন আঁচল। বলেছিলেন, করোনা পরিস্থিতি ভালো হলে ধুমধাম করে আয়োজন করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন।

আয়োজন করে না হলেও অবশেষে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন এই নায়িকা। তবে এর মাঝে পার হয়ে গেছে আড়াই বছরের বেশি সময়। বিয়ের খবরটি গোপন রাখার বিষয়ে একমত নন তিনি। আঁচলের ভাষ্য অনুযায়ী, ‘গত বছর ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে বিয়ের খবর জানিয়েছি। কিন্তু আমার স্বামীর আগের আইডি ডিজঅ্যাবল হয়ে যাওয়ার পর নতুন আইডিতে যখন আবার রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করি, তখনই সবার সামনে আসে বিষয়টি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন