টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক থেকে সরে গেল ডমিনিকা

ঢাকা পোষ্ট ডমিনিকা প্রজাতন্ত্র প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪০

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোর। ক্যারিবিয়ানের মোট ৭ টি দেশ মিলে এ আসরের আয়োজক হয়েছিল। এবার আয়োজকের তালিকা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ডমিনিকা।


মূলত টুর্নামেন্ট আয়োজনের জন্য যথেষ্ট প্রস্তুতি না থাকায় সরে গেছে দেশটি। তারা জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন ও ম্যাচের ভেন্যুর কাজ তারা শেষ করতে পারবে না। তাই মূল আয়োজনে অংশ নেওয়ায় দেশটির পক্ষে সম্ভব হচ্ছে না।


টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের একটি ম্যাচ এবং সুপার এইটের দুটি ম্যাচ আয়োজনের কথা ছিল তাদের। মূলত উইন্ডসর পার্ক মাঠে আয়োজন করার কথা ছিল এই ম্যাচগুলোর। তবে দ্বিপক্ষীয় চুক্তি (এমওইউ) অনুযায়ী, ম্যাচ আয়োজনের শর্তাবলী আগে পূরণ করতে হতো ভেন্যুটিকে। যেখানে তারা ব্যর্থ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও