মেনন, ইনুসহ শরিকদের আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী

প্রথম আলো প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯

আসন ভাগাভাগি নিয়ে এখনো সমঝোতা না হলেও মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের শরিক ও মিত্রদের সম্ভাব্য প্রার্থীরা। আগের তিনটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিকেরা নৌকা প্রতীকের বিষয়টি নিশ্চিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, এবারই ব্যতিক্রম। এবার শরিকদের আসনগুলোতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র এবং অন্য দলের প্রার্থী রয়েছে।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জোটবদ্ধ নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন আওয়ামী লীগের শরিক ও মিত্ররা। ক্ষমতাসীন দলটি ২৯৮ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু এখনো ১৪-দলীয় জোট ও মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। মনোনয়নপত্র জমা না দিলে কোনো সমঝোতা নয়—আওয়ামী লীগের কাছ থেকে এমন বার্তা পেয়েই গতকাল বৃহস্পতিবার আসন ভাগাভাগি নিয়ে অনিশ্চয়তার মধ্যে শেষ দিনে শরিকদের অনেকে মনোনয়নপত্র জমা দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও