বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর এবং জুরিখ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১৮:৫৮
চলতি বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষ স্থানে যৌথভাবে উঠে এসেছে সিঙ্গাপুর এবং সুইজারল্যান্ডের জুরিখ শহর। এরপরই এই তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যয়বহুল শহর নির্বাচিত হয়েছে যথাক্রমে জেনেভা, নিউইয়র্ক এবং হংকং। যুক্তরাজ্যের ইকোনোমিস্ট গ্রুপের প্রতিষ্ঠান ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপের ফলে এই তথ্য জানা গেছে।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় অন্যান্য শহরকে পেছনে ফেলে সিঙ্গাপুর এবং জুরিখ এ বছর সবার ওপরে উঠে এসেছে। ইআইইউ সতর্ক করে দিয়ে বলেছে, বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত সংকট এখনও শেষ হয়নি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ব্যয়বহুল শহর