ভারতে সুড়ঙ্গ থেকে ৪১ শ্রমিক উদ্ধারের ঘটনা নিয়ে সিনেমা বানানোর হিড়িক
শেষ হয়েছে ১৭ দিনের উৎকণ্ঠা। ২৮ নভেম্বর ভারতের উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে আটকে থাকা ৪১ শ্রমিককে। উদ্ধারকাজ শেষ হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বলিউডের প্রযোজকেরা উঠেপড়ে নেমেছেন ঘটনাটি নিয়ে সিনেমা তৈরিতে। ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, একের পর এক প্রযোজক ওই ঘটনা নিয়ে সিনেমা বানাতে নাম নথিভুক্ত করতে ছুটছেন। সত্য ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ নতুন কিছু নয়। তবে কয়েক বছর ধরে ভারতে এই প্রবণতা বেড়েছে। চলতি বছরও নির্মিত হয়েছে অনেকগুলো সিনেমা ও সিরিজ। ভোপাল গ্যাস দুর্ঘটনা নিয়ে নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’ এর মধ্যেই ব্যাপক আলোচিত হয়েছে।
১২ নভেম্বর ভোরে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নামে। এতে ভেতরে আটকে পড়েন ৪১ শ্রমিক। এত দিন ধরে তাঁদের বের করার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছিল। অবশেষে উদ্ধার করা সম্ভব হয় আটকে পড়া ৪১ শ্রমিককে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের এই গল্প সিনেমার চেয়ে কিছু কম নয়।