পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে নিয়ম মেনে চলবেন আশা করি: ওবায়দুল কাদের

www.ajkerpatrika.com আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়, ধানমন্ডি প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১৫:১৭

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে নিয়ম ও বিধিনিষেধ মেনে চলবেন বলে আশা করে সরকার। এমনটাই জানিয়েছেন, ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।


আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে চলাফেরা ও কার্যক্রম এবং বিধিনিষেধের নিয়ম মেনে চলবেন, এমনটা আশা করি। কোনো দলের জন্য বিশেষ গুরুত্ব দেবেন না বলে মনে করি। যারা নির্বাচন হতে দেবে না বলে হুমকি ধামকি দিচ্ছে, তাদের পক্ষে থাকবেন না।’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায় আওয়ামী লীগ। এ সময় তিনি, দলীয় প্রার্থী ও নেতা-কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। বিশেষ করে নারী ভোটারদের মধ্য জাগরণ দেখা যাচ্ছে। আগামী নির্বাচন ভোটারবিহীন হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও